আসামে কমসোমলের শিক্ষা শিবির

কিশোর সংগঠন কমসোমল ২৭–২৯ জুলাই আসামের নলবাড়িতে এক শিক্ষা–সাংস্কৃতিক শিবির আয়োজন করে৷ ‘বিজ্ঞান ও বিজ্ঞান মনস্কতা’, ‘শিল্প ও সংস্কৃতি’, ‘বিপ্লবী কর্মীদের জীবনগাথা’, ‘পরিষ্কার–পরিচ্ছন্ন ও স্বাস্থ্যবিধি’, ‘মানব সমাজের অগ্রগতির ইতিহাস’, ‘উন্নত বিপ্লবী চরিত্র অর্জনের সংগ্রাম’  ইত্যাদি বিষয়ে শিবিরে আলোচনা হয়৷ কমরেড শিবদাস ঘোষ স্মারক সঙ্গীত পরিবেশনের পর কমসোমলের লক্ষ্য ও উদ্দেশ্য নিয়ে আলোচনা করেন সংগঠনের রাজ্য ইনচার্জ কমরেড ময়ূখ ভট্টাচার্য৷ বিভিন্ন অধিবেশনে বক্তব্য রাখেন এস ইউ সি আই (সি) রাজ্য কমিটির সম্পাদক কমরেড চন্দ্রলেখা দাস, রাজ্য কমিটির সদস্য কমরেডস চিত্রলেখা দাস, অজিত আচার্য, প্রোজ্জ্বল দেব, জিতেন্দ্র চলিহা৷ কামরূপ, দরং ও নলবাড়ি জেলার উদ্যোগে আনুষ্ঠিত এই শিবিরে ১১৭ জন প্রতিনিধি অংশগ্রহণ করেন৷

ব্যায়াম চর্চা, খেলাধূলা ছাড়াও বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়৷ দেশাত্মবোধক গান, কবিতা ও নাটক পরিবেশন করে কমসোমলের সদস্যরা৷ শিবিরের শেষ দিন বিকেলে কমরেড শিবদাস ঘোষের প্রতিকৃতিতে গার্ড অফ অনার প্রদর্শনের পর নলবাড়ির প্রধান প্রধান রাস্তা প্যারেড করে প্রদক্ষিণ করা হয়৷ সম্প্রতি দিল্লিতে অনাহারে তিন জন শিশুর মৃত্যুতে শোক প্রকাশ করে এক মিনিট নীরবতা পালিত হয়৷

(৭১ বর্ষ ৪ সংখ্যা ২৪ আগস্ট, ২০১৮)