Breaking News

আশা কর্মী ইউনিয়নের রাজ্য সম্মেলন

৭ ফেব্রুয়ারি পশ্চিমবঙ্গ আশা কর্মী ইউনিয়নের তৃতীয় রাজ্য সম্মেলন অনুষ্ঠিত হয় কলকাতার মৌলালি যুবকেন্দ্রে। আশা কর্মীদের সরকারি স্বাস্থ্যকর্মীর স্বীকৃতি, ফরম্যাট বাতিল, ন্যূনতম বেতন ২১ হাজার টাকা, দিশা ডিউটি বাতিল, বোনাস, পেনশন, পি এফ, সামাজিক সুরক্ষা প্রভৃতি দাবি সংবলিত মূল প্রস্তাবের উপর আলোচনায় বিভিন্ন জেলা থেকে আসা প্রতিনিধিরা উৎসাহের সাথে অংশগ্রহণ করেন। সভায় এনআরসি-সিএএ-এনপিআর বিরোধী প্রস্তাব গ্রহণ করা হয়। রাজ্যের সমস্ত জেলা থেকে প্রায় ৪০০ প্রতিনিধি সম্মেলনে উপস্থিত ছিলেন। প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন এআইইউটিইউসি-র রাজ্য সম্পাদক কমরেড অশোক দাস। কমরেড ইসমত আরা খাতুনকে সম্পাদক ও কমরেড কৃষ্ণা প্রধানকে সভাপতি করে ৯৫ জনের রাজ্য কমিটি গঠিত হয়।

(গণদাবী : ৭২ বর্ষ ২৮ সংখ্যা)