আশাকর্মীদের সম্মেলন

সরকারি কর্মী হিসাবে স্বীকৃতি, মাসে ১৮ হাজার টাকা বেতন সহ নানা দাবিতে আন্দোলন আরও জোরদার করতে হাওড়া গ্রামীণ জেলার আমতা–২ নং ব্লকের আশাকর্মীদের প্রথম সম্মেলন অনুষ্ঠিত হয় ২৩ নভেম্বর৷ এর আগে ২৬ আগস্ট রাজ্যের ৩০ হাজার আশাকর্মী ১৩ দফা দাবি নিয়ে কলকাতার রাজপথ মুখরিত করেছিলেন এবং সরকারের কাছে তাদের দাবিপত্র পেশ করেছিলেন৷ কিন্তু আজও তাদের দাবি পূরণ হয়নি৷ সম্মেলন থেকে মুকুল রায়কে সভানেত্রী, পাপিয়া মাইতিকে সম্পাদিকা ও রুমা সাউকে কোষাধ্যক্ষ করে ১৩ জনের ব্লক কমিটি গঠিত হয়৷

(গণদাবী : ৭২ বর্ষ ১৬ সংখ্যা)