আশাকর্মীদের বিক্ষোভ ডেবরায়

আশাকর্মীদের স্থায়ী স্বাস্থ্যকর্মীর মর্যাদা, করোনা পরিস্থিতিতে মাসে অতিরিক্ত ১০ হাজার টাকা দিতে হবে, ফরম্যাট বহির্ভূত কাজ দেওয়া চলবে না, কোভিড চিহ্নিত করার জন্য বাড়ি বাড়ি গিয়ে লালারস সংগ্রহ করার কাজে নিযুক্ত করা চলবে না, ফরম্যাট বহির্ভূত প্রতিটি কাজের উপযুক্ত পারিশ্রমিক দিতে হবে, ইত্যাদি নয় দফা দাবিতে ৪ সেপ্টেম্বর পশ্চিম মেদিনীপুরের ডেবরা ব্লকের আশা কর্মীরা বিক্ষোভ দেখান এবং ডেবরা সুপার স্পেশালিটি হাসপাতালের বিএমওএইচ-কে ডেপুটেশন দেন। আশা কর্মীদের পক্ষ থেকে নেতৃত্ব দেন কাজল চক্রবর্তী অধিকারী, ঋদ্ধি মহাপাত্র, ববিতা মিশ্র, সবিতা ওঝা, মলি গিরি, স্বপ্না পাল সাউ সহ অন্যরা। বিএমওএইচ প্রতিটি দাবির যৌক্তিকতা স্বীকার করে তাঁর পক্ষে যেগুলি করার সেগুলি করবেন এবং বাকি বিষয়গুলি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাবেন বলে জানিয়েছেন।

(ডিজিটাল গণদাবী-৭৩ বর্ষ ৫ সংখ্যা_১০ সেপ্টেম্বর, ২০২০)