Breaking News

আশাকর্মীদের নিরাপত্তার দাবিতে ডেপুটেশন

আশাকর্মীদের নিরাপত্তা সহ ৪ দফা দাবিতে ৬ এপ্রিল দক্ষিণ ২৪ পরগণার বিষ্ণুপুর থানার সামালী ব্লক স্বাস্থ্যকেন্দ্রের বিএমওএইচ–এর নিকট ডেপুটেশন দেয় পশ্চিমবঙ্গ আশাকর্মী ইউনিয়ন৷ পালস পোলিও কর্মসূচি চলাকালীন ২৬ মার্চ বিষ্ণুপুর থানার চকএনায়েত নগর গ্রামে আশাকর্মী নাসুমা বিবি এক বাড়িতে পোলিও খাওয়াতে গেলে সরকারি সুযোগসুবিধা থেকে বঞ্চিত জনৈকা গৃহকর্ত্রী সরকারের উপর ক্ষিপ্ত হয়ে সরকারি প্রতিনিধি হিসাবে আশাকর্মীর উপর ঝাঁপিয়ে পড়ে তাকে মারধর করে ও কানের সোনার দুল জোর করে ছিনিয়ে নেয়৷ ফলে তাঁর কানের লতি ছিঁড়ে যায়৷ দুটি সেলাই করতে হয়৷ পশ্চিমবঙ্গ আশা কর্মী ইউনিয়নের ব্লক সম্পাদিকা তাপসী মণ্ডলের নেতৃত্বে আশাকর্মীরা এ দিন বিএমওএইচ–এর নিকট স্মারকলিপি দিয়ে তাঁদের নিরাপত্তার দাবি জানান৷ প্রতিনিধি দলে ছিলেন সংগঠনের ব্লক সভাপতি কমরেড অজয় ঘোষ, এআইইউ টিইউসি–র জেলা কমিটির সদস্য কমরেড মনিরুল ইসালম, আশাকর্মী মালা দাস, খাদিজা বেগম, ফরিদা বিবি প্রমুখ৷

(৭০ বর্ষ ৩৫ সংখ্যা ২০ এপ্রিল, ২০১৮)