Breaking News

আবার গ্যাসের দামবৃদ্ধি তীব্র প্রতিবাদ এসইউসিআই(সি)-র

কালীঘাট, কলকাতা

এস ইউ সি আই (কমিউনিস্ট) দলের সাধারণ সম্পাদক কমরেড প্রভাস ঘোষ ১ মার্চ এক বিবৃতিতে বলেন,

নিত্যব্যবহার্য রান্নার গ্যাসের আবার ৫০ টাকা মূল্যবৃদ্ধি ইতিমধ্যেই দুর্দশাগ্রস্ত সাধারণ মানুষকে আরও গভীর সঙ্কটের মুখে ঠেলে দেবে। আমরা এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি। গত বারো মাসে ছ’বার এই মূল্যবৃদ্ধি ঘটল। এ বছর বাজেটে কেন্দ্রীয় বিজেপি সরকার এলপিজি-র উপর ৭৫ শতাংশ ভর্তুকি ছাঁটাই করার পর গ্যাসের মূল্যবৃদ্ধি ছিল শুধু সময়ের অপেক্ষা। অথচ আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম উল্লেখযোগ্য ভাবে কমছে এবং রাশিয়া থেকে ভারতে কম দামে তেলের আমদানি ক্রমাগত বাড়ছে। ‘উজ্জ্বলা যোজনা’র মাধ্যমে দরিদ্র মহিলাদের বিনামূল্যে গ্যাস পরিষেবা দেওয়ার বড়াই প্রধানমন্ত্রী মাঝে মাঝেই করে থাকেন। কিন্তু তিনি সুকৌশলে এই সত্যটি আড়াল করছেন যে, সেই উপভোক্তাদেরও বাজারদরেই সিলিন্ডার কিনতে হয়। বাণিজ্যিক গ্যাসের দামও ৩৫২ টাকা বাড়িয়ে ২২২১.৫০ টাকা করা হয়েছে। যার ফলে অতি অবশ্যই হোটেল, রেস্তোরাঁ ও অন্যান্য ব্যবসায়িক প্রতিষ্ঠান জিনিসের দাম বাড়াবে। অবশ্যম্ভাবী ভাবে এই অতিরিক্ত বোঝাও এসে পড়বে সাধারণ মানুষের উপর। সরকারের কর ছাড় দেওয়ার সুযোগ নিয়ে দেশের স্বল্প সংখ্যক ধনকুবেররা যখন সম্পদের পাহাড় গড়ে তুলছে, তখন সরকার বিভিন্ন পেশায় নিযুক্ত গরিব, মধ্যবিত্ত মানুষকে শোষণ করে আবারও ঘুরপথে রাজস্ব আদায়ের ব্যবস্থা করল।

আমরা রান্নার গ্যাসের এই মূল্যবৃদ্ধির তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং সমস্ত সাধারণ মানুষের কাছে কেন্দ্রের বিজেপি সরকারের এই ধরনের জনবিরোধী নীতিগুলির বিরুদ্ধে গণআন্দোলনে সামিল হওয়ার আবেদন করছি।