আবারও বিজেপি শাসিত রাজ্যে শ্রমিক হত্যা তীব্র নিন্দায় এ আই ইউ টি ইউ সি

বিজেপি শাসিত রাজস্থানের মতো গুজরাটেও পশ্চিমবঙ্গের পরিযায়ী শ্রমিককে হত্যা করা হল৷ ঘটনার তীব্র নিন্দা করে শ্রমিক সংগঠন এ আই ইউ টি ইউ সি–র পশ্চিমবঙ্গ রাজ্য সম্পাদক কমরেড দিলীপ ভট্টাচার্য ২৭ ডিসেম্বর এক বিবৃতিতে বলেন, পশ্চিমবঙ্গ সহ সারা দেশে হাজার হাজার কল–কারখানা বন্ধ, যেখানে এক সময় লক্ষ লক্ষ মানুষ কাজে নিযুক্ত থেকে জীবিকা নির্বাহ করতেন৷ বিগত ৪০ বছরে এই রাজ্য সহ সারা দেশে যে কয়েকটি হাতে–গোনা কল–কারখানা স্থাপিত হয়েছে তাতে কর্মসংস্থান নামমাত্র৷

বর্তমানে সরকারি ও বেসরকারি ক্ষেত্রে লক্ষ লক্ষ শূন্য পদে নিয়োগে সরকারি উদ্যোগ প্রায় নেই বললেই হয়৷ গোটা দেশে বেকার সমস্যা আজ এক ভয়াবহ রূপ ধারণ করেছে৷ কাজের সন্ধানে অগণিত কর্মক্ষম মানুষ বিভিন্ন রাজ্যে এমনকী দেশের বাইরে গিয়ে চূড়ান্ত শোষণ, অত্যাচার ও প্রতারণার শিকার হচ্ছে৷ বিজেপি শাসিত রাজস্থানে এমনই এক পরিযায়ী শ্রমিকের মর্মান্তিক খুন ও তার ভিডিও  তুলে  অমানবিক  সদম্ভ  সাম্প্রদায়িক প্রচার দেশবাসীর মনে গভীর ক্ষত ও  আতঙ্কের সৃষ্টি করেছে৷ একই ঘটনার পুনারবৃত্তি ঘটল বিজেপি শাসিত গুজরাতে৷ পশ্চিমবঙ্গের আলিপুরদুয়ার শহরের শ্রমিক মধু সরকারের মর্মান্তিক মৃত্যু গোটা দেশের শ্রমজীবী মানুষের মনে সৃষ্টি করেছে গভীর বেদনা ও শঙ্কা৷ বিজেপি অনুসৃত বিভাজনের রাজনীতিই রাজস্থানে ধর্ম ও গুজরাতে প্রাদেশিকতাকে কেন্দ্র করে এই হত্যাকাণ্ড ঘটিয়েছে, যা জনমনে গভীর হতাশা নামিয়ে আনছে৷

বিজেপির এই বিদ্বেষ নীতির বিরুদ্ধে শ্রমজীবী জনগণকে সোচ্চার হতে হবে৷ কমরেড ভট্টাচার্য দাবি জানান, অবিলম্বে সকল পরিযায়ী শ্রমিকদের নিরাপত্তার কার্যকরী ব্যবস্থা কেন্দ্র ও রাজ্য সরকারগুলিকে গ্রহণ করতে হবে, দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে ও ক্ষতিগ্রস্ত পরিবারের আর্থিক দায়িত্ব রাজস্থান ও গুজরাত সহ সংশ্লিষ্ট সরকারকে নিতে হবে৷