আন্দোলনের পথে মিড–ডে মিল কর্মীরা

বাঁকুড়ায় বিক্ষোভ

২৮ আগস্ট চার শতাধিক মিড–ডে মিল কর্মী জেলাশাসকের দপ্তরে বিক্ষোভ দেখান৷ বছরে বারো মাসের বেতন এবং বেতন বৃদ্ধি, মিড–ডে মিলের আর্থিক ও অন্যান্য দায়িত্ব স্বনির্ভর গোষ্ঠীর হাতে দেওয়া, রান্না ও পরিবেশনের জন্য উপযুক্ত পরিকাঠামো তৈরি করা, রান্নার কাজে  গ্যাসের ব্যবস্থা করা, ছাত্রছাত্রীদের পুষ্টিকর খাবার ও পরিস্রুত, পর্যাপ্ত পানীয় জলের ব্যবস্থা করা ইত্যাদি দাবিতে কর্মীদের সুসজ্জিত মিছিল বাঁকুড়া শহর পরিক্রমা করে, জেলাশাসকের দপ্তরে পৌঁছায়৷ মিছিলে নেতৃত্ব দেন মিড–ডে মিল কর্মী ইউনিয়নের জেলা সভাপতি কমরেড সুজিত রায়, বাঁকুড়া ১ নং ব্লকের পক্ষে অপর্ণা বরাট, ২ নং ব্লকের পক্ষে মুক্তা বাগদি৷ ইউনিয়নের রাজ্য নেতৃত্বের পক্ষে বক্তব্য রাখেন কর্মী কমরেড সনাতন দাস৷ ৭ জনের একটি প্রতিনিধি দল জেলাশাসকের নিকট স্মারকলিপি পেশ করে৷

স্বরূপনগরে সম্মেলন

মাসিক ভাতা দেড় হাজার টাকা, ৪ জনের টাকা ভাগ হয় ১০ জনের মধ্যে, তাও আবার বছরে পাওয়া যায় দশ মাসের–এ ভাবেই সরকারের বদান্যতায় বেগার খাটেন মিড–ডে মিল কর্মীরা৷ এর প্রতিবাদে ও স্থায়ী সরকারি কর্মচারীর স্বীকৃতি সহ ১০ দফা দাবিতে এ আই ইউ টি ইউ সি অনুমোদিত সারা বাংলা মিড–ডে মিল কর্মী ইউনিয়নের উত্তর ২৪ পরগণার স্বরূপনগর ব্লক প্রথম সম্মেলন অনুষ্ঠিত হয় ২৫ আগস্ট৷  সভাপতিত্ব করেন সন্ধ্যারানী আমিন, বক্তব্য রাখেন ইউনিয়নের রাজ্য সভাপতি অশোক দাস, রাজ্য নেতা শ্যামল রাম প্রমুখ৷ বেলা পালকে সভাপতি ও মাধবী বিশ্বাসকে সম্পাদক করে ১৮ জনের ব্লক কমিটি নির্বাচিত হয়৷

(গণদাবী : ৭২ বর্ষ ৬ সংখ্যা)