Breaking News

আন্দোলনের চাপে রাজ্য সরকার কৃষি জমির মিউটেশন চার্জ প্রত্যাহার করতে বাধ্য হল

ফাইল চিত্র

২০১৭ সালের ফেব্রুয়ারি মাসে তৃণমূল সরকার এক সার্কুলার জারি করে জমির মিউটেশন ফি বিপুল পরিমাণে বাড়িয়েছিল৷ পঞ্চায়েত এলাকায় এক শতক জমির মিউটেশন ফি ১ টাকা থেকে বাড়িয়ে ৪০ টাকা, পৌর এলাকায় ৬০ টাকা, কেএমডিএ–তে করা হয়েছিল ৮০ টাকা৷ অকৃষি ও বাণিজ্যিক ক্ষেত্রে এই মিউটেশন ফি–বৃদ্ধি ছিল আরও বেশি৷

ফাইল চিত্র

এই মিউটেশন ফিবৃদ্ধি মানুষের মধ্যে ব্যাপক ক্ষোভের সৃষ্টি করে৷ গ্রামের কৃষকদের সংগঠিত করে আন্দোলনে নামে অল ইন্ডিয়া কিষাণ খেতমজদুর সংগঠন৷ রাজ্যের প্রতিটি জেলায়, ব্লকে ব্লকে এর বিরুদ্ধে লাগাতার আন্দোলন গড়ে তোলা হয়৷ বি এল অ্যান্ড এল আর ও দপ্তরে, আর আই দপ্তরে বিক্ষোভ চলে৷ সংগঠনের পক্ষ থেকে লক্ষ লক্ষ প্রচারপত্র বিলি করে তৃণমূল সরকারের কৃষিবিরোধী চরিত্র উদঘাটিত করা হয়৷ এস ইউ সি আই (সি) দলের পক্ষ থেকেও এর বিরুদ্ধে আন্দোলন সংগঠিত করা হয়৷ গণদাবী পত্রিকাতেও আমরা এ নিয়ে জনমত গড়ে তোলার জন্য নানা প্রতিবেদন প্রকাশ করেছি৷ এই সামগ্রিক আন্দোলনের চাপে তৃণমূল সরকার বুঝতে পারে গ্রামের কৃষকদের মধ্যে ক্ষোভের আগুন ধিকিধিকি করে জ্বলছে৷ পাছে গ্রামীণ ভোটে ধস নামে এই আশঙ্কায় গত ১১ জুন ২০১৮ তৃণমূল সরকার নতুন সার্কুলার জারি করে কৃষিজমির মিউটেশন ফি প্রত্যাহার করে নেয়৷

(৭১ বর্ষ ৭ সংখ্যা ১৪ সেপ্টেম্বর, ২০১৮)