আন্দোলনের জয়ে ছাত্রছাত্রীদের অভিনন্দন জানাল ডিএসও

এআইডিএসও-র নেতৃত্বে ছাত্রসমাজের আন্দোলনের চাপে ১৩ আগস্ট রাজ্যের শিক্ষামন্ত্রী কলেজের ফর্ম ফিল আপের চার্জ মকুবের কথা ঘোষণা করেছেন। এই ঘোষণাকে স্বাগত জানিয়ে সংগঠনের পক্ষ থেকে সংগ্রামী ছাত্রসমাজকে অভিনন্দন জানানো হয়। কোচবিহার জেলার দিনহাটায় ১৪ আগস্ট মিছিল করা হয়। চওড়াহাটে পথসভা হয়। করোনা অতিমারির সংকটজনক পরিস্থিতিতে স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ের ভর্তি ফি সহ সমস্ত রকম ফি মকুবের দাবিতে বক্তব্য রাখেন সংগঠনের রাজ্য কমিটি ও কোচবিহার জেলা কমিটির সম্পাদকমণ্ডলীর সদস্য কমরেড আসিফ আলম, জেলা সম্পাদকমণ্ডলীর সদস্য ও দিনহাটা লোকাল কমিটির পক্ষে কমরেড স্বপ্না বর্মন, কমরেড তাপসী বর্মন প্রমুখ। তাঁরা দাবি করেন, ইতিমধ্যে ছাত্রছাত্রীদের কাছ থেকে নেওয়া ফর্ম ফিল আপের টাকা ফেরত দিতে হবে। দাবি মানা না হলে বৃহত্তর আন্দোলনের ডাক দেওয়া হবে বলে তাঁরা জানান।

(ডিজিটাল গণদাবী-১৫_২০ আগস্ট, ২০২০)