আন্দোলনকারী এসএসসি প্রার্থীদের পাশে এসইউসিআই(সি)

অবিলম্বে নিয়োগের দাবিতে এসএসসি-র মেধাতালিকাভুক্তপ্রার্থীরা দীর্ঘদিন ধরে আন্দোলন চালাচ্ছেন। আন্দোলনের প্রতি সমর্থন জানিয়ে ২৫ মে কলকাতার গান্ধী মূর্তি সংলগ্ন ধরনাস্থলে তাঁদের সঙ্গে দেখা করেন এস ইউ সি আই (কমিউনিস্ট) পশ্চিমবঙ্গ রাজ্য সম্পাদকমণ্ডলীর সদস্য অধ্যাপক তরুণকান্তি নস্কর, ডাঃ তরুণ মণ্ডল ও কমল সাঁই। আন্দোলনকারীদের উদ্দেশে তাঁরা বলেন, আপনাদের আন্দোলনের ফলেই শিক্ষক ও শিক্ষাকর্মী নিয়োগে সরকারি দুর্নীতিগুলি প্রকাশ্যে এসেছে।

তাঁরা বলেন, গতকাল দলের তরফে যে স্মারকলিপি বিকাশ ভবনে পেশ করতেচেয়েছিলাম, সেখানে অন্যতম দাবি ছিল, অবিলম্বে মেধাতালিকাভুক্ত প্রার্থীদের নিয়োগ করতে হবে এবং যেদিন থেকে নিয়োগ হওয়ার কথা সেদিন থেকেই বেতন দিতে হবে। আমাদের আরও দাবি, বেআইনি নিযুক্তদের বরখাস্ত করে বেতন ফেরত দিতে বাধ্য করতে হবে এবং দোষীরা যত প্রভাবশালীই হোক না কেন, তাদের উপযুক্ত শাস্তি দিতে হবে। কিন্তু সরকারি প্রশাসন ডেপুটেশন গ্রহণ করেনি। তাঁরা বলেন, আমাদের দলের তরফথেকে আপনাদের দাবির সমর্থনে শীঘ্রই বৃহত্তর আন্দোলনের কর্মসূচির ঘোষণা হবে।

গণদাবী ৭৪ বর্ষ ৪১ সংখ্যা ৩ জুন ২০২২