আনিস হত্যাঃ দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি নাগরিক কনভেনশনে

আনিস খানের মর্মান্তিক হত্যার প্রতিবাদ ও দোষীদের কঠোর শাস্তির দাবিতে ৬ মার্চ মানবাধিকার সংগঠন সিপিডিআরএস-এর পক্ষ থেকে আমতার আনন্দ নিকেতন হলে এক নাগরিক কনভেনশন অনুষ্ঠিত হয়। সভাপতিত্ব করেন বিশিষ্ট নাগরিক নিখিল রঞ্জন বেরা। বক্তব্য রাখেন মানবাধিকার আন্দোলনের নেতা সুজাত ভদ্র, আনিস খানের দাদা সাবির খান, আলিয়া বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক একেএস মাহদী হাসান, অল বেঙ্গল স্টুডেন্ট স্ট্রাগল কমিটির সহ-সম্পাদক গুলাম ওয়ারিশ, সিপিডিআরএস-এর সহ-সম্পাদক রাজকুমার বসাক এবং আলিয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র আন্দোলনের নেতা কাজী মিনহাজুল ইসলাম ও অনুপমা খাটুয়া। বক্তারা প্রশ্ন তোলেন এত দিন হয়ে যাওয়ার পরেও কেন তদন্তের মধ্যে দিয়ে প্রকৃত দোষীদের খুঁজে বের করতে পারলো না সিট? আনিস খানের খুনের ঘটনায় বিচারবিভাগীয় তদন্ত করে প্রকৃত দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি তোলেন সংগঠনের রাজ্য সম্পাদক অধ্যাপক গৌরাঙ্গ দেবনাথ। তিনি বলেন, যতদিন না প্রকৃত দোষীরা দৃষ্টান্তমূলক শাস্তি পাচ্ছে ততদিন আমাদের সংগঠনের নেতৃত্বে নাগরিকদের সংগঠিত করে আন্দোলন চলবে। তিনি একই সঙ্গে দাবি করেন, এই ধরনের মর্মান্তিক ঘটনা বাংলার বুকে যেন আর না ঘটে তার জন্য প্রশাসনকে সমস্ত রকম ব্যবস্থা গ্রহণ করতে হবে। কনভেনশন শেষে আমতা থানা থেকে এক বিশাল মিছিল বাসস্ট্যান্ড পর্যন্ত যায় এবং কিছুক্ষণ পথ অবরোধ করে প্রতিবাদ ধ্বনিত করে। কর্মসূচিতে চার শতাধিক সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।