আগুনে সর্বস্ব হারানো মানুষের পাশে যুবকেরা

ধর্ম–বর্ণ–জাতপাত ভুলে বিপদের সময় এক মানুষের মতো দাঁড়ানোর নজির গড়ল মালদার হরিশ্চন্দ্রপুরের গাংনদীয়ার যুবকেরা৷ আগুনে সর্বস্ব হারানো এখানকার কয়েকটি পরিবারের হাতে তুলে দিল যথাসাধ্যে জোগাড় করা ত্রাণসামগ্রী৷

৪ আগস্ট গভীর রাতে গাংনদীয়ার কিছু মানুষের সমস্ত কিছু চলে যায় ভয়াবহ আগুনের গ্রাসে৷ তাদের পাশে দাঁড়াতে পড়শি যুবক রাজিউল ইসলাম উদ্যোগ নেন৷ তাঁর আহ্বানে সাড়া দিয়ে গ্রামের ছাত্র–যুবকদের মধ্যে মনতোষ সাহা, ইজাজ আহম্মেদ, সোয়েল আক্তার, নমরুদ আমি, মহম্মদ সুভানরা দু’দিন ধরে বাড়ি বাড়ি গিয়ে দুর্গতদের জন্য ত্রাণ সংগ্রহ করেন৷ সংগৃহীত ৮৫ কেজি চাল, ২৫ কেজি আলু এবং ১৫ কেজি পেঁয়াজ–রসুন দুর্গতদের হাতে তুলে দেওয়া হয়৷

তাছাড়া সংগৃহীত নগদ অর্থে ৩টি শাড়ি, ৩টি গামছা সহ ৬ প্যাকেট বিসুক্ট, ১৫টি গায়ে মাখা সাবান, ১৫টি কাপড় কাচা সাবান, ৩ কেজি ডিটারজেন্ট, ৩ কেজি মুসুর ডাল, ১ কেজি সোয়াবিন, ৬ প্যাকেট চানাচুর, ৩ কেজি লবণ, ৩ লিটার সরষের তেল, ৩টি টুথপেস্ট তুলে দেওয়া হয় দুর্গত পরিবারের সদস্য মহবুল, দুলাল, তারাদের হাতে৷ এই কর্মসূচির সুষ্ঠু ব্যবস্থাপনায় ছিলেন মুসারফ, সৌকত, জিশান, মনোতোষ, এজাজ, সুভান, নমরুদ, সোয়েল, রবিউল, পাতালু সহ গ্রামের একদল দায়িত্বশীল যুবক৷ যুবকেরা সাহায্য দিতে এগিয়ে আসা গ্রামের সকল সহৃদয় ব্যক্তিকে অভিনন্দন জানিয়েছেন৷

(গণদাবী : ৭২ বর্ষ ৩ সংখ্যা)