Breaking News

আইসিডিএস কর্মীর মৃত্যু সরকারি নীতির ফল

আবাস যোজনায় সার্ভের কাজ করতে গিয়ে নানা চাপ সামলাতে না পেরে আত্মহত্যা করেছেন উত্তর ২৪ পরগণার স্বরূপনগর ব্লকের আইসিডিএস কর্মী রেবা রায় বিশ্বাস। এই মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে পশ্চিমবঙ্গ আশা কর্মী ইউনিয়নের রাজ্য সম্পাদিকা ইসমত আরা খাতুন এক বিবৃতিতে বলেন, শেষ পর্যন্ত আমাদের আশঙ্কা মর্মান্তিক ভাবে সত্য প্রমাণিত হল। আমরা বারবার দাবি করেছি যে, আবাস যোজনা প্লাসের সার্ভের কাজ থেকে আশা ও অঙ্গনওয়াড়ি কর্মীদের অব্যাহতি দেওয়া হোক। এ প্রসঙ্গে রাজ্যের মুখ্য সচিবকে চিঠি দিয়ে জানিয়েছি, আশা ও অঙ্গনওয়াড়ি কর্মীদের উপর ন্যস্ত কাজের সঙ্গে এই সার্ভের কাজ সঙ্গতিপূর্ণ নয়। এই কাজ গ্রামে করতে গেলে তাঁরা বিভিন্ন ধরনের রাজনৈতিক দ্বন্দ্ব, চাপ এবং হুমকির মুখে পড়বেন। ইতিমধ্যেই আমরা দেখতে পাচ্ছি, বিভিন্ন জেলায় আশা ও অঙ্গনওয়াড়ি কর্মীরা মানসিক ও শারীরিক নির্যাতনের শিকার হচ্ছেন। পরিবারের উপর আক্রমণ হচ্ছে। অনেকের জমির ফসল নষ্ট করে দেওয়া হয়েছে। তবুও সরকারের পক্ষ থেকে তাঁদের কাজ থেকে অব্যাহতি দেওয়া হয়নি।

অঙ্গনওয়াড়ি কর্মী রেবা রায় বিশ্বাস এই চাপ ও হুমকি সহ্য করতে না পেরে আত্মহত্যার পথ বেছে নিতে বাধ্য হয়েছেন। বাস্তবে সরকারের ভুল সিদ্ধান্তের কারণেই এই মর্মান্তিক মৃত্যু ঘটেছে। এই অবস্থায় আমরা দাবি করছি, এই মৃত্যুর জন্য দায়ী প্রত্যেককে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে ও পরিবারকে ৫০ লক্ষ টাকা ক্ষতিপূরণ দিতে হবে এবং পরিবারের একজনের চাকরির ব্যবস্থা করতে হবে।