আইডিবিআই ব্যাঙ্কে আবারও ছাঁটাইয়ের খাঁড়া

আইডিবিআই ব্যাঙ্কে আবারও কন্ট্রাক্ট কর্মীদের একাংশকে ছাঁটাই করার সার্কুলার জারি হয়েছে৷ এই সার্কুলার প্রকাশিত হওয়ার পর সর্বত্র কর্মীদের প্রতিবাদ ধ্বনিত হয়৷ এই প্রতিবাদকে সংগঠিত আন্দোলনে রূপ দিতে ২৯ মার্চ এআইইউটিইউসি অনুমোদিত আই ডি বি আই ব্যাঙ্ক লিমিটেড কন্ট্রাক্ট এমপ্লয়িজ ইউনিয়নের ডাকে ব্যাঙ্কের কলকাতা জোনাল অফিসের সামনে শতাধিক ব্যাঙ্ক কর্মী বিক্ষোভ প্রদর্শন করেন৷ কয়েক মাস আগে এ রাজ্যের বিভিন্ন স্তরের তিন শতাধিক কন্ট্রাক্ট কর্মীকে ছাঁটাই করা হয়েছিল৷ সার্কুলার অনুযায়ী এ রাজ্যে এই ব্যাঙ্কের আরও ১৫০ থেকে ২০০ কন্ট্রাক্ট সিকিউরিটি কর্মী ছাঁটাইয়ের পরিকল্পনা হয়েছে৷

বিক্ষোভ সভায় বক্তব্য রাখেন ব্যাঙ্ক কর্মী আন্দোলনের অন্যতম নেতা নারায়ণচন্দ্র পোদ্দার ও ব্যাঙ্ক এমপ্লয়িজ ইউনিটি ফোরাম পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির সম্পাদক গৌরীশঙ্কর দাস৷ তাঁরা বলেন, ব্যাঙ্কের বিপুল পরিমাণ অনুৎপাদক সম্পদের দায় নিরপরাধ কন্ট্রাক্ট কর্মীদের উপর চাপানো হচ্ছে৷ বিজয় মালিয়া, নীরব মোদিদের মতো ব্যাঙ্ক জালিয়াতদের কাছ থেকে টাকা আদায় না করে এভাবে সামান্য পারিশ্রমিকে কর্মরত অসহায় কর্মীদের ছাঁটাই করে ব্যাঙ্ককে দুর্দশামুক্ত করা সম্ভব নয়৷ উল্টে এর ফলে বহু গরিব সাধারণ মানুষ কর্মচ্যুত হয়ে সংসার নিয়ে পথে বসতে বাধ্য হবে৷

ইউনিয়নের সাধারণ সম্পাদক জগন্নাথ রায় মণ্ডলের নেতৃত্বে ৪ সদস্যের এক প্রতিনিধি দল ব্যাঙ্কের চিফ জেনারেল ম্যানেজারের কাছে দাবিপত্র পেশ করে৷ তিনি এই স্মারকলিপি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠিয়ে দেন এবং অদূর ভবিষ্যতে ছাঁটাই হবে না আশ্বাস দিলে বিক্ষোভ কর্মসূচি প্রত্যাহূত হয়৷

70 Year 34 Issue13 April, 2018