অ্যাবেকার পূর্ব মেদিনীপুর জেলা সম্মেলন

কয়লার দাম ৪০ শতাংশ কমেছে, জি এস টি ৭ শতাংশ কমেছে৷ এই প্রেক্ষিতে বিদ্যুতের দাম ৫০ শতাংশ কমানোর দাবি তুলেছে অ্যাবেকা৷ কয়েকটি রাজ্যের মতো এ রাজ্যে বিনামূল্যে কৃষি বিদ্যুৎ, দিল্লির মতো এ রাজ্যে ২০০ ইউনিট পর্যন্ত গৃহস্থ গ্রাহকদের বিনা পয়সায় বিদ্যুৎ সরবরাহের দবিতে অ্যাবেকার পূর্ব মেদিনীপুর জেলা ষোড়শ সম্মেলন ২৪ নভেম্বর কাঁথি হাইসুক্লে অনুষ্ঠিত হয়৷ উপস্থিত ছিলেন সমিতির সাধারণ সম্পাদক প্রদ্যুৎ চৌধুরী, জেলা সভাপতি অধ্যাপক জয়মোহন পাল, জেলা সম্পাদক শংকর মালাকার, অফিস সম্পাদক প্রণব মাইতি, অভ্যর্থনা সমিতির চেয়ারম্যান প্রাক্তন শিক্ষিকা বাসন্তী জানা৷ সম্মেলনের সাফল্য কামনা করে শুভেচ্ছাবার্তা পাঠান রাজ্যের মন্ত্রী শুভেন্দু অধিকারী৷ সম্মেলনে ২৬ টি সাপ্লাই অফিস এলাকা থেকে ৩১৩ জন প্রতিনিধি উপস্থিত ছিলেন৷ অধ্যাপক জয়মোহন পালকে সভাপতি, প্রদীপ দাসকে সম্পাদক, নারায়ণচন্দ্র নায়ককে অফিস সম্পাদক করে ৬৩ জনের জেলা কমিটি গঠিত হয়৷

(গণদাবী : ৭২ বর্ষ ১৭ সংখ্যা)