অ্যাবেকার দাবি মেনে নিলেন বিদ্যুৎমন্ত্রী

ফাইল চিত্র

২৮ মার্চ মুখ্যমন্ত্রী এবং গত ৩ এপ্রিল বিদ্যুৎ মন্ত্রীকে দেওয়া চিঠির পরিপ্রেক্ষিতে ৮ এপ্রিল বিদ্যুৎমন্ত্রীর সঙ্গে টেলিফোনে অ্যাবেকার সাধারণ সম্পাদক প্রদ্যুৎ চৌধুরীর আলোচনায় বিদ্যুৎমন্ত্রী জানান, এই সময়ে বিল বাকি থাকা বা অন্য কারণে লাইন কাটা বন্ধ রাখার জন্য সমস্ত বিদ্যুৎ সংস্থাকে নির্দেশ দেওয়া হয়েছে। দ্বিতীয়ত এই লকডাউন সময় এবং পরবর্তী তিন মাস সংকটগ্রস্ত সাধারণ মানুষ অসংগঠিত শ্রমিক এবং দিনমজুর সকলকে স্বস্তি দিতে প্রতি মাসে ২০০ ইউনিট পর্যন্ত বিনামূল্যে বিদ্যুৎ দেওয়ার প্রসঙ্গে জানান বিষয়টি তিনি মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনা করবেন।

তৃতীয়ত কৃষি বিদ্যুৎ গ্রাহকদের আগামী তিন মাস বিদ্যুৎ বিল মকুব এবং ক্ষুদ্র শিল্প গ্রাহকদের ব্যবসা বন্ধের কারণে তাদের বিল মকুবের বিষয়টিও তিনি ভেবেছেন এবং মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনা করবেন বলে জানিয়েছেন। এছাড়াও সকলের বিল দেওয়ার শেষ দিন যা আগেই বাড়ানো হয়েছিল তা আরও তিন মাস বাড়ানোর যে দাবি জানানো হয়েছে সেটাও বিবেচনা করার আশ্বাস দিয়েছেন।