অস্বাভাবিক ভাড়া বৃদ্ধি : অবরোধ প্যাসেঞ্জার্স ফোরামের

অস্বাভাবিক বাসভাড়া বৃদ্ধি, দূরত্বে কারচুপির বিরুদ্ধে ১৫ জুলাই উত্তর ২৪ পরগণার স্বরূপনগরে প্যাসেঞ্জার্স ফোরামের ডাকে সামিল হন শতাধিক নিত্যযাত্রী সহ শত শত সাধারণ মানুষ৷ তাঁরা সকাল ১১টা থেকে বেলা দেড়টা পর্যন্ত অবরোধ করেন৷ বক্তব্য রাখেন ফোরামের সাধারণ সম্পাদক মৃদুল অধিকারী, সভাপতি জগদীশ বাছার, খালেক পাড় প্রমুখ৷ বক্তারা তাঁদের বক্তব্যে টিকিটপিছু ৫–৮ টাকা বৃদ্ধির জন্য আরটিএ–র সাথে মালিকদের অশুভ বোঝাপড়া ও কোলকাতার সাথে গ্রামাঞ্চলের বৈষম্যমূলক সরকারি ভাড়ানীতিকে দায়ী করেন৷ সমাধানে সংশ্লিষ্ট সকলকে নিয়ে আলোচনার প্রশাসনিক আশ্বাসে অবরোধ ওঠে৷ এই আন্দোলন এলাকায় ব্যাপক সাড়া ফেলে৷

(৭০ বর্ষ ৪৮ সংখ্যা ২০ জুলাই, ২০১৮)