অসহায় নারীদের পাশে রোকেয়া নারী উন্নয়ন সমিতি

দুয়ারে তো নয়ই মদ সম্পূর্ণ বন্ধ করা, অফলাইন শিক্ষা চালু এবং বয়স্ক শিক্ষাকেন্দে্র উন্নত শিক্ষাব্যবস্থা চালু এবং নারী নির্যাতন রোধে কঠোর ব্যবস্থার দাবিতে রোকেয়া নারী উন্নয়ন সমিতি স্বাক্ষর সংগ্রহে নেমেছে। আন্দোলনের পাশাপাশি নির্যাতিতা অসহায় নারীদের প্রতি বছরের মতো এ বছরও ৩০ জানুয়ারি কম্বল বিতরণ করা হয় সমিতির কার্যালয় প্রাঙ্গণে (বহরমপুর)। মুর্শিদাবাদ জেলায় ১৪টি ব্লকের প্রায় একশো নির্যাতিতা অসহায় মহিলাকে এ দিন কম্বল দেওয়া হয়। বিতরণ করেন সমিতির কার্যকরী সভাপতি ডাঃ এ হাসান, অধ্যাপিকা স্মৃতিরেখা রায়চৌধুরী, প্রাক্তন শিক্ষক সোমনাথ চক্রবর্তী, প্রধান শিক্ষিকা সুমার্তান খাতুন, শিক্ষিকা ফতেমা হক, আমিনা খাতুন, সঙ্গীতা সাহা ও শিক্ষক আলিনুজ্জামান, সামসুল হালসানা, অপর্ণা বিশ্বাস, খাদিজা বানু, নির্মল রুদ্র প্রমুখ।

গণদাবী ৭৪ বর্ষ ২৬ সংখ্যা ১১ ফেব্রুয়ারি ২০২২