অল বেঙ্গল ইঞ্জিনিয়ারিং স্টুডেন্টস মিট

এআইডিএসও পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির উদ্যোগে ২১ সেপ্টেম্বর কলকাতার মহাবোধি সোসাইটি হলে প্রথম অল বেঙ্গল ইঞ্জিনিয়ারিং স্টুডেন্টস মিট অনুষ্ঠিত হল৷ রাজ্যের বিভিন্ন কলেজ থেকে উপস্থিত ছাত্র প্রতিনিধিরা কারিগরি শিক্ষায় উপযুক্ত প্লেসমেন্টের সমস্যা, প্রতিষ্ঠানের পরিকাঠামোগত সমস্যা, ইঞ্জিনিয়ারিং শিক্ষার বেসরকারিকরণ সহ নানা সমস্যার কথা তুলে ধরেন৷ সভায় বক্তব্য রাখেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক  ডঃ  দেবব্রত বেরা, আইআইএসইআর কলকাতার অধ্যাপক ভাটনগর পুরস্কারপ্রাপ্ত বিজ্ঞানী ডঃ সৌমিত্র বন্দ্যোপাধ্যায়, এআইডিএসও–র রাজ্য সহ সভাপতি কমরেড চন্দন সাঁতরা৷ চন্দন সাঁতরা ও বিদ্যুৎ মাইতিকে যুগ্ম আহ্বায়ক করে ১০ জনের সারা বাংলা ইঞ্জিনিয়ারিং ছাত্র কনভেনশন প্রস্তুতি কমিটি তৈরি হয়৷ কনভেনশন থেকে আগামী দিনে রাজ্য জুড়ে দুর্বার ছাত্র আন্দোলন গড়ে তোলার পরিকল্পনা নেওয়া হয়৷

(গণদাবী : ৭২ বর্ষ ৯ সংখ্যা)