অবিলম্বে চা শ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণ করতে হবে এ আই ইউ টি ইউ সি

ফাইল চিত্র

চা শ্রমিকদের মাত্র ১৮ টাকা মজুরি বৃদ্ধির ঘোষণা বিষয়ে এআইইউটিইউসি-র রাজ্য সম্পাদক অশোক দাস ১৩ এপ্রিল এক বিবৃতিতে বলেন, আমরা আশ্চর্যের সঙ্গে লক্ষ করলাম, চা শ্রমিকদের ন্যূনতম মজুরি ঘোষণা ও কার্যকর করার বহু বছরের দাবিকে উপেক্ষা করে চা মালিকদের স্বার্থে গতকাল শ্রমমন্ত্রী মাত্র দৈনিক ১৮ টাকা অন্তর্বর্তী বেতন বৃদ্ধির কথা ঘোষণা করেছেন, যা চা শ্রমিকদের স্বার্থবিরোধী। আমরা এই ঘোষণার তীব্র বিরোধিতা করছি এবং দাবি করছি, অবিলম্বে রাজ্য সরকারকে চা শ্রমিকদের জন্য শ্রম আইন ও সুপ্রিম কোর্টের রায় অনুযায়ী ন্যূনতম মজুরি নির্ধারণ করে, তা কার্যকরী করার ব্যবস্থা করতে হবে।

২০১৫ সালে রাজ্য সরকার চা শ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণের জন্য অ্যাডভাইসারি কমিটি গঠন করলেও ন্যূনতম মজুরি নির্ধারণের জন্য প্রয়োজনীয় উদ্যোগ ও কর্মপন্থা গ্রহণ করা হয়নি। ফলে আমরা দেখতে পাচ্ছি, পূর্বের সরকারগুলোর মতো বর্তমান সরকারও চা মালিকদের স্বার্থে ন্যূনতম মজুরি নির্ধারণ করছে না। তিনি বলেন, সমস্ত চা শ্রমিক সহ সকল শ্রমজীবী ও শুভবুদ্ধিসম্পন্ন মানুষের কাছে আমাদের আহ্বান, চা শ্রমিকদের জন্য অবিলম্বে ন্যূনতম মজুরি নির্ধারণ ও কার্যকর করার জন্য সংগঠিত আন্দোলন গড়ে তুলুন।