অন্ধ্রপ্রদেশে সেভ এডুকেশন কমিটির সভা

ইউজিসিকে অবলুপ্ত করে উচ্চশিক্ষা কমিশন গঠনের যে উদ্যোগ নিয়েছে কেন্দ্রের বিজেপি সরকার তার তীব্র বিরোধিতা করে ১১ নভেম্বর অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনমে এক গোল টেবিল বৈঠকের আয়োজন করে অল ইন্ডিয়া সেভ এডুকেশন কমিটি৷

বিক্রম সিমহাপুরি বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য অধ্যাপক ভি বিরাইয়া বলেন, কিছু সীমাবদ্ধতা ও দুর্বলতা সত্ত্বেও  ইউজিসি ১৯৫৬ সাল থেকে গণতান্ত্রিক পদ্ধতিতেই চলছিল৷ তাকে অবলুপ্ত করে যে উচ্চশিক্ষা কমিশন করা হয়েছে সেখানে গণতন্ত্র বলে কিছু থাকবে না, কারণ এতে পুরো শিক্ষাগত ও প্রশাসনিক ক্ষমতা কেন্দ্রীভূত থাকছে কেন্দ্রীয় এক আমলা গোষ্ঠীর হাতে৷ ডঃ এন চন্দ্রশেখর বলেন, বিজেপি বা কংগ্রেস যে সরকারই হোক না কেন তাদের শিক্ষানীতিতে কোনও মৌলিক পার্থক্য নেই৷

তিনি আরও বলেন, প্রথম থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত পাশ–ফেল তুলে দেওয়ায় শেখা ও শেখানো উভয়ই ব্যাহত হচ্ছে এবং সরকারি স্কুলে শিক্ষার মানের দ্রুত অবনমন ঘটছে যা বেসরকারি স্কুলে ছেলেমেয়েদের ভর্তির দিকে অভিভাবকদের ঠেলে দিচ্ছে৷ সংগঠনের রাজ্য সম্পাদক গোবিন্দ রাজালু দেখান, কীভাবে বিজেপি শিক্ষার সাম্প্রদায়িকীকরণ করছে৷

(গণদাবী : ৭১ বর্ষ ১৬ সংখ্যা)