Breaking News

অনলাইন শিক্ষা ও যথেচ্ছ ফি বৃদ্ধির প্রতিবাদে এ আই ডি এস ও–র বিক্ষোভ

 

করোনা মহামারি ও অপরিকল্পিত লকডাউন পরিস্থিতিতে চূডান্ত সংকটগ্রস্ত সাধারণ জনজীবন ও ছাত্রসমাজ৷ এই অবস্থার সুযোগ নিয়ে মুনাফা লুঠতে নেমেছে কিছু অসাধু বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের মালিকরা৷ লকডাউনের কারণে শিক্ষা অনলাইন হলেও স্কুলগুলি যথেচ্ছ ফি বাড়িয়ে চলেছে৷ টিউশন ফি–র সঙ্গে নেওয়া হচ্ছে আরও নানা ফি৷ এর বিরুদ্ধে শুরু থেকেই ছাত্র–ভিভাবকদের নিয়ে আন্দোলন গড়ে তুলেছে এআইডিএসও৷ তারই ধারাবাহিকতায় ২৯ জুন সংগঠনের কলকাতা জেলা কমিটির উদ্যোগে কলকাতার অত্যন্ত গুরুত্বপূর্ণ পাঁচটি কেন্দ্র– কলেজ স্ট্রিট, হাজরা, গড়িয়া, খিদিরপুর ও ঢাকুরিয়ায় স্বাস্থ্যবিধি মেনে এবং চূড়ান্ত প্রাকৃতিক প্রতিকূলতার মধ্যেই বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়৷ দাবি ওঠে– কোনও অবস্থাতেই বেসরকারি স্কুলগুলোতে ফি বাড়ানো চলবে না, আর্থিকভাবে পিছিয়ে থাকা ছাত্রদের কথা মাথায় রেখে অনলাইন ক্লাস বাতিল করতে হবে, সমস্ত গণপরিবহণে ছাত্রছাত্রীদের ভাড়া মকুব করতে হবে, স্কুলগুলিতে টিউশন ফি ছাড়া অন্য সমস্ত ফি বাতিল করতে হবে, আর্থিক দুর্দশাগ্রস্ত ছাত্রছাত্রীদের সমস্ত ফি বাতিল করতে হবে ইত্যাদি৷ দাবি সংবলিত ব্যানার, ফেস্টুনে সুসজ্জিত বিক্ষোভে নেতৃত্ব দেন সংগঠনের জেলা নেতৃবৃন্দ৷ ছাত্রকর্মীদের পাশাপাশি সাধারণ ছাত্রছাত্রী ও অভিভাবকরাও নিজস্ব উদ্যোগেই এই দাবিতে সামিল হন৷ ছাত্রদের এই আন্দোলনের প্রতি সমর্থন জানান সাধারণ পথচলতি মানুষও৷ দাবি পূরিত না হওয়া পর্যন্ত লাগাতার আন্দোলনের হুঁশিয়ারি ধ্বনিত হয় শতাধিক ছাত্রছাত্রীর কণ্ঠে৷