অঙ্গনওয়াড়ি কর্মীদের বিক্ষোভ সমাবেশ

রাজ্যের বিভিন্ন জেলা থেকে হাজারের বেশি অঙ্গনওয়াড়ি কর্মী–সহায়িকা অবসরকালীন ভাতা, ন্যূনতম বেতন মাসিক ২১০০০ টাকা সহ স্থায়ীকরণ ও প্রকল্পটির সামগ্রিক উন্নয়ন সহ ১০ দফা দাবিতে ৫ ফেব্রুয়ারি সুবোধ মল্লিক স্কোয়ারে জমায়েত হন৷ এই সমাবেশে বক্তব্য রাখেন সংগঠনের রাজ্য সম্পাদিকা মাধবী পন্ডিত, এ আই ইউ টি ইউ সি–র রাজ্য সম্পাদক অশোক দাস এবং এ আই ইউ টি ইউ সি’র সর্বভারতীয় কমিটির সদস্য এবং এ ই এফ আই–র সর্বভারতীয় সভাপতি অচিন্ত্য সিন্হা৷

এছাড়াও বক্তব্য রাখেন পশ্চিমবঙ্গ আশাকর্মী ইউনিয়নের রাজ্য সম্পাদিকা ইসমত আরা খাতুন এবং সারা বাংলা মিড–ডে মিল কর্মী ইউনিয়নের সভাপতি সনাতন দাস৷ জ্ঞানানন্দ রায়ের নেতৃত্বে ৫ সদস্যের প্রতিনিধি দল নারী ও শিশুকল্যাণ দপ্তরে ডেপুটেশন দেয়৷ মন্ত্রী অবসরকালীন ভাতা সহ অন্যান্য অনেকগুলি দাবি মানার আশ্বাস দেন৷ সংগঠনের পক্ষ থেকে ১৮ ফ্রেবুয়ারি রাজ্যপালের কাছে ডেপুটেশন দেওয়া হবে৷

(গণদাবী : ৭২ বর্ষ ২৭ সংখ্যা)