অকাল বৃষ্টিতে আলু চাষে ব্যাপক ক্ষতি, পূরণের দাবি

অকাল বর্ষণে পশ্চিম মেদিনীপুর জেলার সব ব্লকে আলুর জমি জলের তলায় চলে যাওয়ায় চাষ সম্পূর্ণ ভাবে নষ্ট হয়ে গিয়েছে। চাষের জন্য তৈরি জমিতে জল জমে যাওয়ায় এখন আলু লাগানো প্রায় অসম্ভব। চড়া দামে চাষের উপকরণ কিনে চাষ নষ্ট হওয়ার কারণে চাষিরা পথে বসেছে। গত বছর আলুর দাম নামিয়ে দেওয়ার কারণে বিঘা প্রতি চাষে ২০-২৫ হাজার টাকা ক্ষতি হয়েছিল। এ বছরের বিপর্যয় চাষিকে সর্বস্বান্ত করে দিয়েছে। গড়বেতা-১,২,৩, চন্দ্রকোনা-১, চন্দ্রকোনা-২, শালবনি, কেশপুর, মেদিনীপুর সদর ব্লক সহ অন্যান্য ব্লকের ক্ষতির পরিমাণ নির্ধারণ করে চাষিদের ক্ষতিপূরণ দেওয়ার দাবিতে পথে নেমেছে সারা বাংলা আলুচাষি সংগ্রাম কমিটি।

৮ ডিসেম্বর জেলা ডিডিএ-র কাছে দাবিপত্র পেশ করা হয়। কমিটির দাবি, অকাল বর্ষণে ক্ষতিগ্রস্ত আলুচাষিদের ক্ষতিপূরণ দিতে হবে, ব্যাঙ্ক ঋণ মকুব করতে হবে, সারের কালোবাজারি রোধে ব্যবস্থা নিতে হবে, বিনামূল্যে বীজ, সার সরবরাহ করতে হবে। আন্দোলনে নেতৃত্ব দেন প্রদীপ মল্লিক, তাপস মিশ্র, বঙ্কিম মুর্মু, বীরেন মাহাত প্রমুখ।

গণদাবী ৭৪ বর্ষ ১৯ সংখ্যা ১৭ ডিসেম্বর ২০২১