Breaking News
Home / খবর / ২৩ মার্চ শহিদ–ঈ–আজম ভগৎ সিং স্মরণে

২৩ মার্চ শহিদ–ঈ–আজম ভগৎ সিং স্মরণে

‘‘সংগ্রাম চলবেই, তুচ্ছ বিষয়গুলি অবহেলা করে, অর্থহীন নীতিবাগীশ আদর্শবাদকে উপেক্ষা করে নিরবচ্ছিন্ন লড়াই চলবে৷ নবীন উদ্যম, অপরিসীম দৃঢ়তা, অপ্রতিরোধ্য সঙ্কল্প নিয়ে সংগ্রাম চলবে যতদিন না সমাজতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়৷ বর্তমান সমাজব্যবস্থাকে উৎখাত করে সমাজের অবাধ সমৃদ্ধির ভিত্তিতে নতুন সমাজ প্রতিষ্ঠা করা যায় এবং এই পথে সমস্ত ধরনের শোষণের অবসান ঘটানো যায়৷ … পুঁজিবাদী–সাম্রাজ্যবাদী শোষণের দিন ফুরিয়ে আসছে৷ এ সংগ্রাম আমরা শুরু করিনি, আমাদের জীবনাবসানের সঙ্গে সঙ্গে এ সংগ্রাম শেষ হয়ে যাবে না৷ ইতিহাসের অমোঘ নিয়মে বর্তমান বাস্তব অবস্থার পরিপ্রেক্ষিতে এই সংগ্রাম অনিবার্যভাবে গড়ে উঠেছে৷ আমাদের মৃত্যুতে আত্মদানের পুষ্পমাল্যে একটি নতুন ফুল গাঁথা হবে৷’’

(গভর্নরের কাছে দয়া ভিক্ষার প্রস্তাব প্রত্যাখ্যান করে লেখা ভগৎ সিং–এর চিঠির অংশ)