Home / খবর / হোসিয়ারি শ্রমিকদের সম্মেলন

হোসিয়ারি শ্রমিকদের সম্মেলন

ওয়েস্ট বেঙ্গল হোসিয়ারি মজদুর ইউনিয়নের পূর্ব মেদিনীপুর জেলা কমিটির আহ্বানে ২৭ অক্টোবর কোলাঘাটের দেউলিয়া হীরারাম হাইস্কুলে বিপুল উৎসাহ উদ্দীপনায় অনুষ্ঠিত হয় হোসিয়ারি শ্রমিকদের অষ্টম জেলা সম্মেলন৷ শহিদ বেদিতে মাল্যদান করেন স্বাধীনতা সংগ্রামী শচীনন্দন খাটুয়া, ইউনিয়নের সম্পাদক দীপক দেব, এআইইউটিইউসি–র পূর্ব মেদিনীপুর জেলা সভাপতি ফণীভূষণ চক্রবর্তী, ইউনিয়নের জেলা সভাপতি মধুসূদন বেরা ও জেলা সম্পাদক নেপাল বাগ প্রমুখ৷

সম্মেলনে প্রায় তিন শতাধিক হোসিয়ারি শ্রমিক অংশগ্রহণ করেন৷ সম্মেলনের প্রধান অতিথি দীপক দেব হোসিয়ারি শ্রমিকদের নানা দুর্দশার উল্লেখ করে তা সমাধানে বৃহত্তর আন্দোলনে এগিয়ে আসার আহ্বান জানান৷ সম্মেলন থেকে মধুসূদন বেরাকে সভাপতি ও নেপাল বাগকে সম্পাদক করে ৩৬ জনের জেলা কমিটি গঠিত হয়৷

(৭১ বর্ষ ১২ সংখ্যা ২ – ৮ নভেম্বর, ২০১৮)