Breaking News
Home / আন্দোলনের খবর / হরিহরপাড়া বিডিও অফিসে বিক্ষোভ

হরিহরপাড়া বিডিও অফিসে বিক্ষোভ

70 Year 29 Issue 9 March 2018

চোঁয়া মহিষমারা হাসপাতালের উপযুক্ত পরিকাঠামো ও ডাক্তার নিয়োগ, হরিহরপাড়া ব্রিজ সংস্কার ও সম্প্রসারণ, আমতলা থেকে ভাকুড়ি রাস্তা সংস্কার এবং মুর্শিদাবাদ–নদীয়ায় গম চাষ বন্ধের কারণে সকল কৃষক ও খেতমজুর পরিবারকে বিনামূল্যে গম অথবা অন্যান্য খাদ্য সরবরাহের দাবিতে ২৮ ফেব্রুয়ারি পাঁচ শতাধিক মানুষ হরিহরপাড়ায় এস ইউ সি আই (সি)–র ডাকে বিক্ষোভ প্রদর্শন করে বি ডি ও–র কাছে স্মারকলিপি দেয়৷ প্রতিনিধত্ব করেন এস ইউ সি আই (সি) মুর্শিদাবাদ জেলা কমিটির সদস্য কমরেড অমল ঘোষ সহ গোলাম মোস্তফা, মহসিন আলি, গোলাম মেহবুব বিশ্বাস  ও আলাউদ্দিন মণ্ডল৷ বি ডি ও দাবিগুলির যৌক্তিকতা স্বীকার করে নিয়ে উপযুক্ত ব্যবস্থা নেওয়ার প্রতিশ্রুতি দেন৷ ডেপুটেশন শেষে হরিহরপাড়া বাজার মোড়ে অনুষ্ঠিত সভায় দীর্ঘস্থায়ী আন্দোলনের আহ্বান জানিয়ে বক্তব্য রাখেন এস ইউ সি আই (সি) মুর্শিদাবাদ জেলা সম্পাদকমণ্ডলীর সদস্য কমরেড বকুল খন্দেকর৷