Breaking News
Home / খবর / স্বাস্থ্যের বেসরকারিকরণের বিরুদ্ধে আন্দোলনের শপথ চিকিৎসক-স্বাস্থ্যকর্মীদের সম্মেলনে

স্বাস্থ্যের বেসরকারিকরণের বিরুদ্ধে আন্দোলনের শপথ চিকিৎসক-স্বাস্থ্যকর্মীদের সম্মেলনে

স্বাস্থ্য ব্যবস্থার বেসরকারিকরণ রুখতে ও সকলের জন্য স্বাস্থ্যের অধিকার প্রতিষ্ঠার দাবি নিয়ে ১১ জুন কলকাতার মৌলালি যুবকেন্দ্রে মেডিকেল সার্ভিস সেন্টারের কলকাতা জেলা সম্মেলনে যোগ দিলেন তিন শতাধিক চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মী, মেডিকেল ছাত্র সহ স্বাস্থ্য সচেতন মানুষ। উপস্থিত হয়েছিলেন বহু প্রথিতযশা চিকিৎসক, যাঁদের মধ্যে ছিলেন ডাঃ সুকুমার মুখার্জি, ডাঃ অলোকেন্দু ঘোষ, ডাঃ অশোক সামন্ত ও ডাঃ তরুণ মণ্ডল প্রমুখ। এছাড়া ভিডিওতে শুভেচ্ছাবার্তা পাঠান প্রথিতযশা বর্ষীয়ান চিকিৎসক ডাঃ কান্তিভূষণ বক্সী ও ডাঃ অধ্যাপক অসীম রায়চৌধুরী।

সম্মেলনে বিশিষ্ট চিকিৎসক ডাঃ পার্থসারথি মণ্ডলকে সভাপতি এবং বিশিষ্ট চিকিৎসক ডাঃ নীলরতন নাইয়াকে সম্পাদক নির্বাচিত করে ১০৮ জনের কলকাতা জেলা কমিটি গঠন করা হয়। এই কমিটি ভবিষ্যতে মেডিকেল এথিক্সের পতাকাকে ঊর্ধ্বে তুলে ধরে মেডিকেল ক্যাম্প চালানোর পাশাপাশি স্বাস্থ্যের উপর যে কোনও আক্রমণ প্রতিহত করার জন্য আন্দোলন গড়ে তোলার শপথ গ্রহণ করে।

গণদাবী ৭৪ বর্ষ ৪৩ সংখ্যা ১৭ জুন ২০২২