Home / খবর / স্বাস্থ্যব্যবস্থার হাল ফেরানোর দাবি পুরুলিয়ায়

স্বাস্থ্যব্যবস্থার হাল ফেরানোর দাবি পুরুলিয়ায়

জেলার প্রাথমিক হাসপাতালগুলির বেহাল দশার পরিবর্তন, প্রতিটি হাসপাতালে পর্যাপ্ত সংখ্যক ডাক্তার-নার্স নিয়োগ, বন্ধ হয়ে যাওয়া প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রগুলি পুনরায় চালু, করোনা সংক্রমণের অজুহাতে হাসপাতালে বন্ধ হয়ে যাওয়া পরিষেবা স্বাভাবিক করার দাবিতে ১৪ সেপ্টেম্বর দলের পুরুলিয়া জেলা কমিটির পক্ষ থেকে জেলা স্বাস্থ্য আধিকারিক (সিএমওএইচ)-কে ডেপুটেশন দেওয়া হয়।

ওই দিন নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের আকাশছোঁয়া মূল্যবৃদ্ধি রোধ, পরিযায়ী শ্রমিক সহ সকল বেকারের কাজ, মদের প্রসার বন্ধ সহ নানা দাবিতে ডিএম ডেপুটেশন দেওয়া হয়। শহরের জুবিলি ময়দান থেকে মিছিল করে ডিএম দপ্তরে বিক্ষোভ দেখানো হয়। নেতৃত্ব দেন জেলা সম্পাদকমণ্ডলীর সদস্য কমরেড সুবর্ণ কুমার।

(ডিজিটাল গণদাবী-৭৩ বর্ষ ৬ সংখ্যা_২১ সেপ্টেম্বর, ২০২০)