Home / অন্য রাজ্যের খবর / সূর্য সেন শহিদ দিবসে সাইকেল rally ত্রিপুরায়

সূর্য সেন শহিদ দিবসে সাইকেল rally ত্রিপুরায়

১২ জানুয়ারি অগ্নিযুগের বীর বিপ্লবী মাস্টারদা সূর্য সেনের ৮৫তম শহিদ দিবস ত্রিপুরার আগরতলায় বিভিন্ন কর্মসূচির মাধ্যমে পালন করে অল ইন্ডিয়া ডি এস ও, অল ইন্ডিয়া ডি ওয়াই ও এবং অল ইন্ডিয়া এম এস এস–এর৷ রাজ্য মিউজিয়ামের সামনে সূর্য সেনের মূর্তিতে পুষ্পার্ঘ্য অর্পণের পর বেলা ১০–৩০ টায় ডি এস ও–র উদ্যোগে সূর্য সেনের ছবি সংবলিত এক সাইকেল rally –র আয়োজন করা হয়৷