Breaking News
Home / খবর / সিবিসিএস–সেমেস্টার জটিলতার দায় ছাত্রদের উপর চাপানো চলবে না

সিবিসিএস–সেমেস্টার জটিলতার দায় ছাত্রদের উপর চাপানো চলবে না

কলেজে কলেজে সিবিসিএস–সেমেস্টার পদ্ধতির জটিলতার জন্য উদ্ভূত হাজিরা সমস্যা সম্পর্কে অল ইন্ডিয়া ডিএসও–র রাজ্য সম্পাদক কমরেড সৌরভ ঘোষ ৩ ডিসেম্বর এক বিবৃতিতে বলেন,

‘সিবিসিএস পদ্ধতির অঙ্গ সেমেস্টার সিস্টেমে ৬ মাসের মধ্যে নির্দিষ্ট সংখ্যক ক্লাস করানো, প্রশ্নপত্র তৈরি করা, পরীক্ষা নেওয়া, খাতা দেখা, প্রজেক্ট ওয়ার্ক, টিডটোরিয়াল ক্লাসের মতো সমস্ত কিছু সময়ের মধ্যে করে উঠতেই শিক্ষকেরা হিমসিম খাচ্ছেন৷ এমনিতেই অসংখ্য শিক্ষকপদ শূন্য৷ স্থায়ী শিক্ষক পদ না থাকার সমস্যা তো আছেই৷ ফলে জ্ঞান চর্চার লক্ষ্যে প্রকৃত পড়াশুনাটাই শেষ হতে বসেছে৷ পাশাপাশি আর্থিকভাবে পিছিয়ে পড়া বিরাট সংখ্যক ছাত্রছাত্রীকেই পড়াশুনার সঙ্গে অন্য কাজেও নিযুক্ত থাকতে হয়৷ তাদের পক্ষে বাধ্যতামূলক ৬০ শতাংশ হাজিরা দেওয়া সম্ভব হয় না৷

নিয়মিত ক্লাস করা, পঠনপাঠনে দায়িত্বশীল হওয়া ছাত্রদের কর্তব্য৷ কিন্তু সিবিসিএস–এর নিয়মে কলেজে হাজিরার অযৌক্তিক কড়াকড়িতে রাজ্যের বহু কলেজের কয়েক হাজার ছাত্রছাত্রী বিপাকে পড়েছেন৷ এই পদ্ধতির ফলে ছাত্রছাত্রী, শিক্ষক, শিক্ষাকর্মীদের যে সমস্যার সম্মুখীন হতে হচ্ছে তাতে ক্ষমতাসীন ও ক্ষমতাপিয়াসী দলের ছাত্র সংগঠনগুলি শিক্ষানীতির মূল সমস্যা সমাধানের দাবিতে টুঁ শব্দটিও না করে সম্পূর্ণ অনৈতিক ও শিক্ষাবিরোধী দাবি উত্থাপন করে ঘোলা জলে মাছ ধরতে নেমেছে, যা নিন্দনীয়৷ উদ্ভূত পরিস্থিতির সমাধানে সরকার ও কর্তৃপক্ষকেই ইতিবাচক উদ্যোগ নিতে হবে৷ সিবিসিএস–সেমেস্টার বাতিলের দাবিতে সকলকে আন্দোলনে সামিল হওয়ার আহ্বান জানাচ্ছি৷’

(গণদাবী : ৭১ বর্ষ ১৭ সংখ্যা)