Breaking News
Home / খবর / সিঙ্গুর : ভুল ছিল?

সিঙ্গুর : ভুল ছিল?

বিজেপি নেতা মুকুল রায়ের মতে সিঙ্গুরের আন্দোলন নাকি ‘ভুল’ ছিল, যদিও ‘নারদা কাণ্ড’ ঠিক কী ভুল সে বিষয়ে কোনও অভিমত তিনি এখনও দেননি৷ যাই হোক তার এই ভাবনা কী সত্যিই মানুষের প্রয়োজনকে সামনে রেখে? তৎকালীন বাম সরকার জোর করে দো ফসলি বা তিন ফসলি জমির উপর যে দখল নিয়েছিল এবং স্বতঃস্ফূর্ত গণআন্দোলনকে ভাঙার জন্য যে নির্মম ব্যবস্থা করেছিল তা কী মানুষের জন্য খুবই দরকার ছিল?

টাটার কারখানা গুজরাটের সানন্দে গিয়ে কী সাফল্য পেয়েছে? তা এখন বন্ধ৷ তা হলে হঠাৎ আজকে সিঙ্গুর প্রসঙ্গ উঠছে কেন? বিজেপি ক্ষমতা পেলে তারাও যে পূর্বতন বাম সরকারের মতো শ্রমকে পুঁজির কাছে আত্মসমর্পণ করানোর কাজটিই করবে যাতে পুঁজির মালিকরা শ্রমিককে নির্মম শোষণ করতে পারে অবাধে এবং অবশ্যই তাতে থাকবে সরকারি মদত, হয়তো এ কথা স্পষ্ট করতেই এই বক্তব্য৷

এখানে দু’টি বিষয় সযত্নে পাশ কাটিয়ে যাওয়া হচ্ছে, বাজার চাহিদা না থাকলে যে কারখানা দাঁড়ায় না, তা তো সকলেরই জানা৷ শিল্প উন্নয়নের প্রধান এবং প্রাথমিক শর্তই হল বাজার চাহিদা, যা না থাকলে কোনও কারখানাই চলতে পারে না৷ সেদিনের মানুষের আন্দোলন যে বেঁচে থাকার স্বতঃস্ফূর্ত লড়াই ছিল তাকে অস্বীকার করা হচ্ছে আর এই আন্দোলনে প্রথম থেকেই অগ্রণী ভূমিকা নিয়েছিল এস ইউ সি আই (সি) পার্টি৷ পরে অবশ্য তৃণমূল কংগ্রেস আন্দোলনের ফসল ঘরে তোলে৷

পুষ্পেন্দু বিশ্বাস (ই–মেল মারফত প্রাপ্ত)

(গণদাবী : ৭১ বর্ষ ৪৫ সংখ্যা)