Breaking News
Home / খবর / শিশু পাচারকারীদের শাস্তির দাবিতে বাঁকুড়ায় ছাত্র-যুব-মহিলা বিক্ষোভ

শিশু পাচারকারীদের শাস্তির দাবিতে বাঁকুড়ায় ছাত্র-যুব-মহিলা বিক্ষোভ

বাঁকুড়ার জওহর নবোদয় বিদ্যালয়ে দীর্ঘদিন ধরেই প্রধান শিক্ষক সহ অন্যান্য কয়েকজন শিক্ষক-শিক্ষিকা-কর্মচারী এবং বেশ কিছুজন পাচারকারীর যোগসাজশে একটি শিশু পাচার চক্র গড়ে ওঠে। সম্প্রতি শিশুগুলিকে নিয়ে যাওয়ার সময় তাদের চিৎকারে সাধারণ মানুষ জড়ো হয়ে অপরাধীদের পুলিশের হাতে তুলে দেয়। এর প্রতিবাদে শিশু পাচার চক্রের সঙ্গে জড়িত দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে এবং প্রশাসনের চূড়ান্ত গাফিলতির বিরুদ্ধে ২০ জুলাই বাঁকুড়া শহরে এআইডিএসও, এআইএমএসএস ও কমসোমলের পক্ষ থেকে জেলাশাসক দপ্তরে বিক্ষোভ দেখানো হয়।

গণদাবী ৭৩ বর্ষ ৪১ সংখ্যা