Home / খবর / শিলিগুড়িতে আশাকর্মীদের দাবি আদায়

শিলিগুড়িতে আশাকর্মীদের দাবি আদায়

আশাকর্মীদের সরকারি স্বাস্থ্যকর্মীর স্বীকৃতি, ন্যূনতম ১৮ হাজার টাকা বেতন, পি এফ, পেনশন, বোনাস চালু, ‘দিশা’ ডিউটি বাতিল সহ বিভিন্ন দাবিতে পশ্চিমবঙ্গ আশা কর্মী ইউনিয়নের পক্ষ থেকে শিলিগুড়িতে বিক্ষোভ মিছিল এবং সি এম ও এইচের কাছে ডেপুটেশন দেওয়া হয়৷ বিক্ষোভ সভায় বক্তব্য রাখেন সংগঠনের রাজ্য সম্পাদিকা ইসমত আরা খাতুন, এ আই ইউ টি ইউ সি–র পক্ষ থেকে কমরেড জয় লোধ৷ এ ছাড়াও বিভিন্ন ব্লক থেকে বক্তব্য রাখেন, সাবিনা তিথিও, বনানী সাহা, পলি আচার্য, নমিতা সূত্রধর, শর্মিলা সিংহ প্রমুখ৷ নমিতা চক্রবর্তীর নেতৃত্বে ৫ সদস্যের প্রতিনিধিদল সি এম ও এইচের কাছে ডেপুটেশন দেয়৷ তিনি জেরক্স–খাতা–কলমের টাকা, প্রত্যেক বুধবার সরকারি ছুটি থাকলেও টাকা দেওয়া, মান্থলি মিটিং–এ যাতায়াত ও টিফিন বাবদ টাকা বরাদ্দ, নার্সিং হোমে প্রসব হলে টাকা পাওয়ার বিষয়টি মেনে নেন৷

(গণদাবী : ৭২ বর্ষ ৯ সংখ্যা)