Breaking News
Home / খবর / লোকাল ট্রেনে প্রচারে কাঁথি লোকসভা কেন্দ্রের এস ইউ সি আই (সি) প্রার্থী

লোকাল ট্রেনে প্রচারে কাঁথি লোকসভা কেন্দ্রের এস ইউ সি আই (সি) প্রার্থী

কাঁথি লোকসভা কেন্দ্রে এস ইউ সি আই (সি) প্রার্থী মানস প্রধান শনিবার দীঘা–পাঁশকুড়া লোকাল ট্রেনে প্রচার করলেন৷ কমরেড মানস ট্রেনের প্রতিটি কামরা ঘুরে ঘুরে যাত্রীদের কাছে দলের বক্তব্য পৌঁছে দেন৷ এস ইউ সি আই (সি) এবার রাজ্যের ৪২টি আসনেই প্রতিদ্বন্দ্বিতা করছে৷ জনজীবনের সমস্যা সমাধানে আন্দোলনকে শক্তিশালী করতেই দল নির্বাচনে লড়ছে বলে জানান মানস৷ প্রচারে তিনি বলেন, নির্বাচনের মাধ্যমে সরকার বদল হয় কিন্তু গরিব–খেটে খাওয়া মানুষের মৌলিক সমস্যার সমাধান হয় না৷ আমাদের লড়াই আন্দোলনের মধ্য দিয়ে দিন বদলের লড়াই৷ ভোটের মাধ্যমে পুঁজিবাদী ব্যবস্থা পাল্টায় না৷ আমরা চাই গণআন্দোলনের মধ্য দিয়ে মালিকি ব্যবস্থার উচ্ছেদ৷ নির্বাচনী প্রচারে দলের রাজনীতির কথাটাই বেশি করে নিয়ে যাচ্ছি৷ পাশাপাশি হরিপুরে পরমাণুবিদ্যুৎ কেন্দ্র বাতিল, দই সায়ের কামার শিল্পের ও রামনগরের কাঁসা শিল্পের পুনরুজ্জীবন, দীঘা–পাঁশকুড়া লোকাল ট্রেনের সংখ্যা বাড়ানো এবং ডবল লাইন চালু সহ কর্মসংস্থানের দাবিতে দীঘা, শংকরপুর, মন্দারমণি, জুনপুট সহ কোস্টাল এলাকায় মৎস্যজীবীদের সুরক্ষা ও কর্মসংকোচনের সংকটের সমাধান এবং মৎস্য সংরক্ষণ শিল্পের দাবিও কমরেড জানা তুলে ধরছেন৷

(গণদাবী : ৭১ বর্ষ ৩৫ সংখ্যা)