Breaking News
Home / অন্য রাজ্যের খবর / মুন্সি প্রেমচন্দের জন্মজয়ন্তী পালিত

মুন্সি প্রেমচন্দের জন্মজয়ন্তী পালিত

ঝাড়খণ্ড

‘কলম কে সিপাহী’ মহান সাহিত্যিক মুন্সি প্রেমচন্দের ১৩৯তম জন্মজয়ন্তী উপলক্ষে ভারতবর্ষের নানা স্থানে অসংখ্য অনুষ্ঠান হয়৷ এই মহান সাহিত্যিক রচিত গল্প–উপন্যাসে যেভাবে সামন্তী মানসিকতা, কূপমণ্ডুকতা ও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে বক্তব্য উঠে এসেছে তা নিয়ে চর্চার আহ্বান জানায় ডি এস ও, ডি ওয়াই ও এবং কমসোমল৷ নিশান পত্রিকার পক্ষ থেকেও দিনটি উদযাপিত হয়৷ নানা রাজ্যে এই উপলক্ষে আলোচনাসভা ও ‍সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছিল সংগঠনগুলি৷

উত্তরপ্রদেশ

(গণদাবী : ৭২ বর্ষ ২ সংখ্যা)