Home / অন্য রাজ্যের খবর / মিথিলা বিশ্ববিদ্যালয়ে ডিএসও–র বিক্ষোভ

মিথিলা বিশ্ববিদ্যালয়ে ডিএসও–র বিক্ষোভ

বিহারের মিথিলা বিশ্ববিদ্যালয়ে এমএ দ্বিতীয় সেমেস্টারের উত্তরপত্র মূল্যায়নে অবহেলার প্রতিবাদে ৪ জানুয়ারি বিক্ষোভ–মিছিল ও ছাত্র সমাবেশ করে অল ইন্ডিয়া ডিএসও৷ নরগৌনা থেকে মিছিল করে ছাত্রছাত্রীরা বিশ্ববিদ্যালয়ের মূল ভবনের সামনে উপস্থিত হয়৷ সেখানে বক্তব্য রাখেন ডিএসও–র সভাপতি লাল কুমার৷ তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ে বারবার রেজাল্ট বিপর্যয় ঘটছে৷ এর ফলে বহু ছাত্রের শিক্ষাজীবন নষ্ট হয়ে গেছে৷ এর সাথে সেমেস্টার প্রথার সামগ্রিক ক্ষতিকারক দিকগুলির প্রতিও তিনি ছাত্রছাত্রীদের দৃষ্টি আকর্ষণ করেন৷ ৫ সদস্যের এক প্রতিনিধি দল অধ্যক্ষের কাছে ৬ দফা দাবিপত্র পেশ করেন৷ দ্রুত এই সমস্যাগুলির সমাধান করা হবে বলে আশ্বাস দেন অধ্যক্ষ৷

(গণদাবী : ৭১ বর্ষ ২৩ সংখ্যা)