Breaking News
Home / অন্য রাজ্যের খবর / মথুরায় শহিদ চন্দ্রশেখর আজাদ স্মরণ

মথুরায় শহিদ চন্দ্রশেখর আজাদ স্মরণ

উত্তর প্রদেশের মথুরায় এ আই ডি এস ও’র উদ্যোগে শহিদ চন্দ্রশেখর আজাদের জন্মবার্ষিকী উপলক্ষে এক সভা অনুষ্ঠিত হয় ২০ জুলাই৷ সভাপতিত্ব করেন চাঁদপুর কালানের এন এস কে ইস্টার কলেজের অধ্যক্ষ ডাঃ লোকেশ পালিভাল৷ সংগঠনের সর্ব ভারতীয় কমিটির কাউন্সিল সদস্য কমরেড দীনেশ মহন্ত প্রধান বক্তা ছিলেন৷ অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন শিক্ষক ভোলু সিংহ, বীরেন্দ্র সিংহ, রাম নারায়ণ শর্মা, কমরেড যোগেন্দ্র কুলশ্রেষ্ঠ প্রমুখ৷

(গণদাবী : ৭১ বর্ষ ৫০ সংখ্যা)