Breaking News
Home / অন্য রাজ্যের খবর / ভোপালে ছাত্রী ধর্ষণ, তুমুল বিক্ষোভ

ভোপালে ছাত্রী ধর্ষণ, তুমুল বিক্ষোভ

মধ্যপ্রদেশের ভোপালে ১৯ বছরের এক ছাত্রী কোচিং সেন্টারে পড়তে যাচ্ছিল পথে কিছু দুষ্কৃতকারী তাকে জোর করে তুলে নিয়ে যায় এবং পাশবিক অত্যাচার চালায়৷ দুষ্কৃতীদের শাস্তির দাবিতে ভোপালের চেতক ব্রিজের কাছে (ছবি) এ আই ডিএসও এবং এ আই এমএসএস–এর পক্ষ থেকে বিক্ষোভ প্রদর্শন করা হয়৷ গুনাতেও সংগঠন দুটির পক্ষ থেকে বিক্ষোভ দেখানো হয়৷