Breaking News
Home / খবর / বেহাল রাস্তা সারানোর দাবিতে জয়নগরে অবরোধ

বেহাল রাস্তা সারানোর দাবিতে জয়নগরে অবরোধ

দক্ষিণ ২৪ পরগণার গোচারণ থেকে বিষ্ণুপুর পর্যন্ত রাস্তার দীর্ঘদিন ধরে বেহাল অবস্থা৷ খানা–খন্দে ভরা এই রাস্তায় রোগী দূরের কথা সুস্থ মানুষও চলতে পারছেন না৷ গাড়ি চলাচলের প্রায় অযোগ্য হয়ে পড়েছে রাস্তাটি৷ বারবার বিডিও, এসডিও–কে জানিয়েও কোনও উপায় না হওয়ায় এস ইউ সি আই (সি)–র নেতৃত্বে এলাকার মানুষ ২৮ আগস্ট রাস্তা অবরোধ করেন৷

সকাল ১০টা ৫০ থেকে শুরু হয়ে প্রায় এক ঘন্টা অবরোধ চলার পর জয়নগর থানার আইসি এসে অবরোধ তোলার কথা বললে স্থানীয় জনসাধারণ ক্ষোভে ফেটে পড়েন৷ পরে আইসি মাইকে ঘোষণা করেন যে, তিনি বিডিও, এসডিও–র সাথে কথা বলেছেন এবং প্রতিশ্রুতি দেন জেলাপ্রশাসন অবিলম্বে রাস্তা সারানোর ব্যবস্থা নেবে৷ এরপর অবরোধ তুলে নেওয়া হয়৷

(গণদাবী : ৭২ বর্ষ ৬ সংখ্যা)