Home / অন্য রাজ্যের খবর / বিহার ও উত্তরপ্রদেশের  বন্যাপীড়িতদের জন্য ত্রাণ সংগ্রহ ও মেডিকেল ক্যাম্প

বিহার ও উত্তরপ্রদেশের  বন্যাপীড়িতদের জন্য ত্রাণ সংগ্রহ ও মেডিকেল ক্যাম্প

‘বিহারের বন্যাপীড়িতদের সরকারি সাহায্য দিতে হবে’ এই দাবিতে ৫ অক্টোবর পাটনা জেলা কমিটির বিক্ষোভ

উত্তরপ্রদেশের এলাহাবাদে ১৩ অক্টোবর এআই ডিএসও, এআইডিওয়াইও–র উদ্যোগে বন্যাপীড়িতদের জন্য বিনামূল্যে চিকিৎসা শিবির করা হয়৷ বিশিষ্ট চিকিৎসকরা এই  শিবির  পরিচালনা করেন৷

১১ অক্টোবর ত্রিপুরার আগরতলায় বিহার ও উত্তরপ্রদেশের বন্যা দুর্গদের জন্য এস ইউ সি আই (সি)–র ত্রাণ সংগ্রহ

(গণদাবী : ৭২ বর্ষ ১০ সংখ্যা)