Home / খবর / বিদ্যুৎপর্ষদ পার্টটাইম সুইপার্স ইউনিয়নের রাজ্য সম্মেলন

বিদ্যুৎপর্ষদ পার্টটাইম সুইপার্স ইউনিয়নের রাজ্য সম্মেলন

২৪ নভেম্বর কলকাতার তারাপদ মেমোরিয়াল হলে এ আই ইউ টি ইউ সি অনুমোদিত পশ্চিমবঙ্গ বিদ্যুৎ পর্ষদ পার্টটাইম সুইপার্স ইউনিয়নের রাজ্য সম্মেলন অনুষ্ঠিত হয়৷ ১৩ টি জেলা থেকে প্রতিনিধিরা এসেছিলেন৷ সংগঠনের সভাপতি পঙ্কজ মণ্ডল বলেন, আমাদের সংগঠনের ২০ বছরের ধারাবাহিক আন্দোলনের ফলে চাকরি সংক্রান্ত কিছু স্থায়ীত্বের দাবি আদায় হয়েছে৷ শ্রমিকদের দাবির প্রতি সরকারের যে চূড়ান্ত অবহেলা তার বিরুদ্ধে তীব্র আন্দোলনের আহ্বান জানান তিনি৷

সংগঠনের প্রতিষ্ঠাতা এবং বিদ্যুৎ শ্রমিক আন্দোলনের সর্বভারতীয় নেতা সমর সিনহা অসুস্থ থাকায় তাঁর ভাষণ বৈদ্যুতিন মাধ্যমে প্রতিনিধিদের শোনানো হয়৷ এ ছাড়া বক্তব্য রাখেন এ আই ইউ টি ইউ সি–র সংগঠক প্রবীর মাহাতো৷ সনাতন মাহাতোকে সভাপতি এবং মানস সিনহাকে সম্পাদক করে ২০ জনের রাজ্য কমিটি নির্বাচিত হয়৷

(গণদাবী : ৭২ বর্ষ ১৭ সংখ্যা)