Breaking News
Home / খবর / বিক্ষোভ প্রশমনে রাজ্য প্রশাসনের তৎপরতা দরকার ছিল — এস ইউ সি আই (কমিউনিস্ট)

বিক্ষোভ প্রশমনে রাজ্য প্রশাসনের তৎপরতা দরকার ছিল — এস ইউ সি আই (কমিউনিস্ট)

হাওড়া জেলার সাম্প্রতিক ঘটনাবলি সম্পর্কে এসইউসিআই(সি) রাজ্য সম্পাদক কমরেড চণ্ডীদাস ভট্টাচার্য ১২ জুন এক বিবৃতিতে বলেন, ইসলাম ধর্ম সম্পর্কে অবমাননাকর মন্তব্যকারী বিজেপির জাতীয় মুখপাত্রদের বিরুদ্ধে কেন্দ্রীয় সরকার কোনও দৃষ্টান্তমূলক ব্যবস্থা না নেওয়ার কারণে সংখ্যালঘু মুসলিম সম্প্রদায়ের মানুষ হাওড়া জেলায় নানা ভাবে বিক্ষোভ দেখিয়েছেন যার জেরে জনজীবনের ব্যাঘাত ঘটেছে ও ধনসম্পত্তি নষ্ট হয়েছে। এক ধরনের মৌলবাদ অপর মৌলবাদকে শক্তিশালী করে। সে জন্য সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষের তীব্র প্রতিক্রিয়া আশঙ্কা করে রাজ্য প্রশাসনের আরও তৎপরতার সাথে বিক্ষোভ প্রশমন করা দরকার ছিল। প্রতিবাদকারীদের কাছে আমাদের আবেদন, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে গণতান্ত্রিক আন্দোলনের ধারায় প্রকৃত বিভেদকামী শক্তির বিরুদ্ধে আন্দোলন পরিচালিত হোক।’

দলের হাওড়া সদর জেলা কমিটি ও হাওড়া গ্রামীণ জেলা কমিটির পক্ষ থেকে ১২ জুন হাওড়া মহকুমাশাসক ও জেলাশাসকের কাছে স্মারকলিপি দিয়ে দাবি জানানো হয়– বিক্ষোভের ঘটনায় আহতদের উপযুক্ত চিকিৎসার দায়িত্ব সরকারকে নিতে হবে। যাদের ঘরবাড়ি ও দোকানপাট ধ্বংস হয়েছে তাদের উপযুক্ত ক্ষতিপূরণ ও পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে। এই ধরনের ঘটনা আর যাতে কোথাও না ঘটে তার জন্য জেলা প্রশাসনকে উপযুক্ত সর্তকতামূলক ব্যবস্থা নিতে হবে।

গণদাবী ৭৪ বর্ষ ৪৩ সংখ্যা ১৭ জুন ২০২২