Breaking News
Home / খবর / বন্যা ও ভাঙন সমস্যা সমাধানের দাবি

বন্যা ও ভাঙন সমস্যা সমাধানের দাবি

চলতি বছরে পূর্ব মেদিনীপুর জেলা সেচ ও প্রশাসন দপ্তরের পক্ষ থেকে কোনও বড় খাল সংস্কার করা হয়নি। নদীতে বেআইনি মাছের ভেড়ি ও ইটভাটা অপসারণের প্রতিশ্রুতিও কার্যকর করা হয়নি। এর প্রতিবাদে পূর্ব মেদিনীপুর জেলা বন্যা-ভাঙন প্রতিরোধ কমিটির আহ্বানে ১৩ জুন ভুক্তভোগী নাগরিকরা মিছিল করে জেলাশাসক ও সেচ দপ্তরের ইঞ্জিনিয়ারের কাছে ডেপুটেশন দেন।

কমিটির যুগ্ম সম্পাদক নারায়ণ চন্দ্র নায়ক জানান, আসন্ন বর্ষায় বন্যা প্রতিরোধ ও জলনিকাশি ব্যবস্থার উন্নতির জন্য সমস্ত নিকাশি খাল সংস্কার জরুরি। তিনি বলেন, গত বর্ষায় জেলার ২৫টি ব্লকই কম-বেশি বন্যা কবলিত ও জলবন্দি হয়ে চরম দুর্দশাগ্রস্ত হয়েছিল। সেই সময় জেলা প্রশাসন ও সেচ দফতরের পক্ষ থেকে জানানো হয়েছিল, বর্ষার পরপরই নিকাশি খালগুলি সংস্কার এবং নদীর ভেতরে বেআইনি মাছের ভেড়ি-ইটভাটা ও অবৈধ নির্মাণ উচ্ছেদ করা হবে। সেই মতো সমস্ত মহকুমা শাসকের নেতৃত্বে সংশ্লিষ্ট আধিকারিক সবাইকে নিয়ে মহকুমাভিত্তিক কমিটিও গঠন করা হয়েছিল। কিন্তু এক বছর চলে গেলেও প্রশাসনের দেওয়া প্রতিশ্রুতিগুলি কার্যকর হয়নি। ফলে প্রায় সব ব্লকের অধিবাসীরাই চলতি বর্ষায় জলবন্দি হওয়ার আতঙ্কে ভুগছেন।

গণদাবী ৭৪ বর্ষ ৪৪ সংখ্যা ২৪ জুন ২০২২