Home / খবর / ফসলের দাম, কৃষিঋণ মকুব, বিনামূল্যে বিদ্যুতের দাবিতে বারাসতে বিক্ষোভ

ফসলের দাম, কৃষিঋণ মকুব, বিনামূল্যে বিদ্যুতের দাবিতে বারাসতে বিক্ষোভ

২৯ আগস্ট, পাট–ধান সহ সব ফসলের লাভজনক দাম, কৃষিঋণ মকুব, জবকার্ড হোল্ডারদের কাজ, সার–বীজ–বিদ্যুৎ সহ সকল কৃষি উপকরণের মূল্য কমানো ইত্যাদি দাবিতে  কয়েকশো চাষি উত্তর ২৪ পরগণা জেলাশাসক দপ্তরে বিক্ষোভ দেখান৷ অল ইন্ডিয়া কিষাণ–খেতমজদুর সংগঠনের উত্তর ২৪ পরগণা জেলা কমিটির উদ্যোগে এই কর্মসূচিতে বক্তব্য রাখেন বিভিন্ন ব্লকের কৃষকরা এবং জেলা কমিটির সভাপতি স্বপন দেবনাথ ও জেলা সম্পাদক দাউদ গাজী৷

(গণদাবী : ৭২ বর্ষ ৬ সংখ্যা)