Breaking News
Home / খবর / প্রয়াত কমরেড প্রদীপ হালদারের প্রতি শ্রদ্ধা

প্রয়াত কমরেড প্রদীপ হালদারের প্রতি শ্রদ্ধা

এস ইউ সি আই (সি) দক্ষিণ ২৪ পরগণা জেলা সম্পাদকমণ্ডলীর সদস্য বিশিষ্ট সংগঠক কমরেড প্রদীপ হালদারের জীবনাবসান ঘটে ২০১৮ সালের ২৩ অক্টোবর৷ উন্নত চরিত্র সম্পন্ন এই কমরেডের জীবনাবসানে পার্টির সমস্ত স্তরের নেতা কর্মীরা যেমন শোকাহত হন, তেমনি ছাত্রজীবনে কমরেড প্রদীপ হালদার সুরেন্দ্রনাথ কলেজে পড়ার সময় সহপাঠী ও সংগঠনের সহকর্মী হিসাবে যাঁদের পেয়েছেন তাঁদের মধ্যেও গভীর শোকের ছায়া পড়ে৷ এঁদের কয়েকজন মিলে স্থির করেন তাঁরা কিছু অর্থ সংগ্রহ করে পার্টির হাতে তুলে দেবেন যাতে তা প্রদীপ হালদারের শিশুকন্যার শিক্ষার ক্ষেত্রে কাজে লাগে৷ সেই মতোই ২৩ জুলাই পার্টির কেন্দ্রীয় অফিসে এই শুভানুধ্যায়ীরা এসে পলিটবুরো সদস্য কমরেড সৌমেন বসুর হাতে প্রায় ১ লক্ষ টাকা তুলে দেন৷ ওখানে উপস্থিত প্রয়াত কমরেডের স্ত্রী কমরেড সীমা পণ্ডার হাতে সেই অর্থ তুলে দেন কমরেড সৌমেন বসু৷

(গণদাবী : ৭২ বর্ষ ২ সংখ্যা)