Home / খবর / পাঞ্জাব থেকে দিল্লি ছাত্রদের বাইক Rally

পাঞ্জাব থেকে দিল্লি ছাত্রদের বাইক Rally

এআইডিএসও-র উদ্যোগে ১৫ জানুয়ারি দিল্লির বুকে চলমান কৃষক আন্দোলনকে সংহতি জানিয়ে পাঞ্জাবের হুসেইনওয়ালা থেকে সিংঘু সীমান্ত ও টিকরি সীমান্ত পর্যন্ত বাইক Rally হয়। বাইক Rally-র সূচনায় ঐতিহাসিক ভগৎ সিং-সুখদেব-রাজগুরুর স্মৃতিসৌধে মাল্যদান করে শ্রদ্ধা জানান সংগঠনের সর্বভারতীয় সভাপতি কমরেড ভি এন রাজশেখর এবং সর্বভারতীয় সাধারণ সম্পাদক কমরেড সৌরভ ঘোষ। বক্তব্য রাখেন এআইকেএসসিসি-র ওয়ার্কিং কমিটির সদস্য এবং এস ইউ সি আই (কমিউনিস্ট)-এর পলিটবুরো সদস্য ও হরিয়ানা রাজ্য সম্পাদক কমরেড সত্যবান, কমরেড সৌরভ ঘোষ সহ পাঞ্জাবের বহু বিশিষ্টজন। পাঞ্জাবের বিভিন্ন শহর পরিক্রমা করে ১৯ জানুয়ারি আন্দোলনের কেন্দ্রস্থলে পৌঁছয় এই Rally । পথে সুনাম শহরে শহিদ উধম সিংয়ের জন্মস্থানে তাঁর শহিদ বেদিতে মাল্যদান করেন প্রতিনিধিরা। বুঢলাডা, পাতিয়ালা সহ বিভিন্ন শহরে প্রতিনিধিদের রাতে থাকা-খাওয়া সহ সব রকমের সহযোগিতা নিয়ে গভীর আবেগে এগিয়ে আসেন পাঞ্জাববাসী মানুষ।

(গণদাবী-৭৩ বর্ষ ১৮ সংখ্যা_২২ জানুয়ারি, ২০২১)