Breaking News
Home / অন্য রাজ্যের খবর / ধর্ষণকারীর শাস্তির দাবিতে বাঙ্গালোরে বিক্ষোভ

ধর্ষণকারীর শাস্তির দাবিতে বাঙ্গালোরে বিক্ষোভ

রায়চুরে বিক্ষোভ

কর্ণাটকের এক রায়চুরে ইঞ্জিনিয়ারিং ছাত্রীর ধর্ষণ ও হত্যার প্রতিবাদে এ আই ডি এস ও, এ আই ডি ওয়াই ও এবং এ আই এম এস এস–এর পক্ষ থেকে ২০ এপ্রিল ব্যাপক বিক্ষোভ প্রদর্শন করা হয়৷

নির্বাচনী প্রচারের মধ্যেই ওই দিন বাঙ্গালোর শহরে এই সংগঠনগুলি প্রতিবাদ সভার আয়োজন করে৷ বক্তব্য রাখেন এ আই এম এস এস–এর রাজ্য সম্পাদিকা কমরেড শোভা৷ তিনি অবিলম্বে দোষীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন৷

বাঙ্গালোরের সভায় বক্তব্য রাখছেন কমরেড শোভা

(গণদাবী : ৭১ বর্ষ ৩৭ সংখ্যা)