Home / খবর / দুর্গাপুরে গঠিত হল নাগরিক প্রতিরোধ মঞ্চ

দুর্গাপুরে গঠিত হল নাগরিক প্রতিরোধ মঞ্চ

দুর্গাপুর স্টেশন সংলগ্ন বাসস্ট্যান্ডে ৫ নভেম্বর এক কনভেনশনে রেলওয়ে নিত্যযাত্রী, হকার, এলাকার দোকানদার, ব্যবসায়ী সমিতির সদস্য, পরিবহণ শ্রমিকরা যোগ দেন এবং তাঁদের বক্তব্য তুলে ধরেন। ইস্পাত শ্রমিক এআইইউটিইউসির সদস্য বিশ্বনাথ মণ্ডলকে সম্পাদক এবং রেলওয়ে নিত্যযাত্রী বিশিষ্ট শিক্ষক উৎপল দেবনাথকে সভাপতি করে ১৭ জনের নাগরিক প্রতিরোধ মঞ্চ, দুর্গাপুর কমিটি তৈরি হয়।

(ডিজিটাল গণদাবী-৭৩ বর্ষ ১০ সংখ্যা_১০ নভেম্বর, ২০২০)